শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিয়ে করলেই ১০ গ্রাম সোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ১২:০৮ এএম

বিয়ে করলেই সরকারের পক্ষ থেকে নববধূকে ১০ গ্রাম সোনা উপহার দেওয়া হবে। এমনটাই ঘোষণা দিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে অরুন্ধতী স্বর্ণ প্রকল্পের আওতায় নববধূকে এই সোনা উপহার হিসাবে দেওয়া হবে। এ বিষয়ে আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই প্রকল্পের ফলে সরকারের প্রায় ৮০০ কোটি টাকা খরচ হবে। ৮০০ কোটি টাকা খরচ করে রাজ্যের নববধূদের সোনা উপহার দেওয়ার কারণ?-রাজ্যে বাল্যবিবাহ রোধ করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অরুন্ধতী স্বর্ণ প্রকল্পে নববধূর উপহার পাওয়ার ক্ষেত্রে কতগুলি শর্ত রয়েছে। যেমন, মেয়ের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ছেলের বয়স ২১ বছর। এই বিয়ের রেজিস্ট্রি অবশ্যই করতে হবে। বিয়ের রেজিস্ট্রি করা না হলে নববধূ এই উপহার পাবেন না। বিয়েরও কোনও আইনি মান্যতা থাকবে না। অরুন্ধতী স্বর্ণ প্রকল্পের সুবিধা নিতে হলে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, কনের পরিবারের বার্ষিক আয় পাঁচ লক্ষের কম হতে হবে। জি-নিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন