শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ১২:০৯ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ ফোর্ড ভার্সেস ফেরারি
২ মিডওয়ে
৩ চার্লি’স অ্যাঞ্জেলস
৪ প্লেয়িং উইথ ফায়ার
৫ লাস্ট ক্রিসমাস

ফোর্ড ভার্সেস ফেরারি
মন ম্যানগোল্ড পরিচালিত বাস্তব ঘটনাভিত্তিক অ্যাকশন ড্রামা ফিল্ম ‘ফোর্ড ভার্সেস ফেরারি’। ‘কপ ল্যান্ড’ (১৯৯৭), ‘গার্ল, ইন্টারাপ্টেড’ (১৯৯৯), ‘কেইট লিওপল্ড’ (২০০১), ‘আইডেন্টিটি’ (২০০৩), ‘ওয়াক দ্য লাইন’ (২০০৫), ‘থ্রি:টেন টু ইউমা’ (২০০৭), ‘নাইট অ্যান্ড ডে’ (২০১০), ‘দ্য উলভেরিন’ (২০১৩) এবং ‘লোগ্যান’ (২০১৭) ম্যানগোল্ড পরিচালিত চলচ্চিত্র।
ফ্রান্সের ২৪ ঘণ্টাব্যাপী লা মান গাড়ি রেস। ১৯৬০ দশকের শুরুটা ফেরারির আধিপত্য দেখার পর হেনরি ফোর্ড দ্য সেকেন্ড (ট্রেসি লেটস) এবং লি আয়োকোকা (জন বার্নথাল) এই আধিপত্য খর্ব করার জন্য ক্যারল শেলবির (ম্যাট ডেমন) শরণাপন্ন হয়। লা মান রেস জেতার জন্য শেলবির সঙ্গে যোগ দেয় কয়েকজন মার্কিন প্রকৌশলী ও ডিজাইনার। এরা সবাই মিলে এমন এক ফোর্ড গাড়ি তৈরি করবে যেটি লা মান শিরোপা ছিনিয়ে নেবে ফেরারির কাছ থেকে। যোগ দেয় ব্রিটিশ ড্রাইভার কেন মাইলস (ক্রিস্টিয়ান বেল)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন