শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পিইসি পরীক্ষা শিশুদের বহিষ্কার কেন-জানতে চান হাইকোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

 
প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশগ্রহণকারীদের বহিষ্কার কেন অবৈধ বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জারি করা নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদ কেন বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মেও রুল জারি করা হয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রুলের জবাব দিতে হবে। রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহা-পরিচালকসহ ৪ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৯ নভেম্বর জাতীয় দৈনিকে এই মর্মে প্রতিবেদন প্রকাশ হয় যে, ‹পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ ? বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০১৮ সালের নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদে ‹শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থার বিষয়টি উল্লেখ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, পিইসি পরীক্ষায় ১৯ নভেম্বর পর্যন্ত ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে। অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বয়স ১০ বা ১১ বছর। এ বয়সের একজন শিশুকে বহিষ্কার করা হলে তার মনোজগতে বিরূপ প্রভাব পড়বে। তাদের বহিস্কার করা অনুচিৎ। বহিষ্কার না করে অন্য উপায় অবলম্বন করা যেতে পারতো। শুনানি শেষে আদালত উপরোক্ত রুল নিশি জারি করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন