শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পরীক্ষায় ফেল করেও ‘আইনজীবী’ হলেন বিচারপতির ছেলে

বৈধতা চ্যালেঞ্জ করে রিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ৫:৪৮ এএম

হাইকোর্ট বিভাগের বিচারপতির ছেলেকে আইনজীবী হিসেবে সরাসরি তালিকাভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট সৈয়দ সায়েদুল হক সুমন এবং ইশরাত হাসান বাদী হয়ে রিট করেন।

আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে বলে জানান উভয় বাদী। রিটে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর ছেলে মো. জুম্মান সিদ্দিকী। অথচ জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত (অ্যানরোলড) করে গত ৩১ অক্টোবর গেজেট হয়েছে।

রিটে ওই গেজেট এবং ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১(১)(খ) ও ৩০(৩) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। জুম্মান সিদ্দিকীসহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সৈয়দ জামাল উদ্দিন ২২ নভেম্বর, ২০১৯, ৬:৪৭ এএম says : 0
বিচারপতির বিচার যেন ন্যায় বিচার হয়।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন