মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বব্যাপী মুসলিমরাই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ ও উগ্রবাদের শিকার : সেন্ট মার্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ৩:১০ পিএম

ফ্রান্সে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে সে দেশের একটি এনজিও প্রধান বলেছেন, বিশ্বব্যাপী মুসলিমরাই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ ও উগ্রবাদের শিকার। তার দাবি, সন্ত্রাসী হামলার শিকার ৮০ শতাংশই মুসলিম। খবর আনাদলু।
খবরে বলা হয়, বুধবার ফ্রান্সে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে দেশটির অ্যাসোসিয়েশন ফ্রান্সিস দেস ভিক্টিমস দ্যু টেররিজমের প্রধান সেন্ট মার্ক বলেন, ‘মুসলিমরাই সবার আগে সন্ত্রাসীদের শিকার হচ্ছে।’
তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো প্রচার করে, সন্ত্রাসীরা মুসলিম আর তাদের শিকার হচ্ছে অমুসলিমরা। এটি সত্য নয়। বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার ৮০ ভাগেরই শিকার হচ্ছে মুসলিমরা।’
সম্মেলনটিতে আমন্ত্রিত ছিলেন সন্ত্রাসবাদের শিকার বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিও। তাদের উদ্দেশ্যে সেন্ট মার্ক বলেন, ‘সন্ত্রাসীরা চায় আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু ধ্বংস হয়ে যাওয়া আমাদের মধ্যে সেতুবন্ধনটি আমরা পুনর্র্নিমাণ করতে চাই।’
ফ্রান্সে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস। দেশটির ৬৭ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৫ মিলিয়নেরও বেশি মুসলিম সংখ্যালঘু।
ইউরোপোলের একটি প্রতিবেদনে জানা যায়, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউরোপের ঘটা সন্ত্রাসী হামলার ৯৯ শতাংশ শিকার ছিল মুসলিমরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
*মজলুম জনতা* ২২ নভেম্বর, ২০১৯, ৫:১৬ পিএম says : 0
১০০ ভাগ সত্যকথা মুসলীম সন্ত্রাস ও উগ্রবাদের স্বিকার।আর দোস চাপানো ও হয় মুসলিমদের উপর।তবুও মুসলমান ধৈর্য ধারন করবে।সইতে হবে।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন