শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি বন্ধে বিধিমালা হচ্ছে -তথ্যমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ৩:২৩ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন উন্নত দেশের মতো বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে জরিমানার বিধিমালা তৈরী করা হচ্ছে। বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যে বিভ্রান্তি, চরিত্রহনন ও গুজব ছড়ানো এখন বড় সমস্যা।

তিনি বলেন, সম্প্রচার নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। সম্প্রচার আইনও পাস হবে। সেটি হলে সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। তারপরও আমরা চিন্তা করছি, সম্প্রচার নীতিমালা যেহেতু বিদ্যমান আছে, এই নীতিমালার আলোকে কিভাবে আইনি সুরক্ষা দেওয়া যায়, সেটি নিয়েও আমরা চিন্তা-ভাবনা করছি।

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে “বিশ্ব টেলিভিশন দিবস” উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর। 

তথ্যমন্ত্রী বলেন, দেশে বেসরকারি টিভির যাত্রা শুরু হয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। এখন ৩৪টি চ্যানেল সম্প্রচার করছে। আরও ১১টি সম্প্রচারে আসার অপেক্ষায় আছে। ১১ বছরে বেসরকারি টিভির সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে । প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই খাতে। টেলিভিশন নতুন প্রজন্মের মনন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষ্টি সংস্কৃতি লালনের পাশাপাশি দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

টেলিভিশন যেন ব্যক্তিগত বা ব্যবসায়ী স্বার্থে ব্যবহার না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করে ড. হাছান মাহমুদ বলেন, শিশু-কিশোরসহ আমাদের পুরো জনগোষ্ঠীর ওপর টেলিভিশনের প্রভাব ব্যাপক। যে মাধ্যমের এতবড় প্রভাব, সেটিকে আমরা জাতিগঠনের বিশাল কাজে লাগাতে পারি। আমাদের নতুন প্রজন্মের মনন তৈরি এবং একইসাথে ভবিষ্যতের স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোর জন্য যেমন মেধা, মূল্যবোধ ও দেশাত্মবোধসম্পন্ন জনগোষ্ঠী তৈরির সক্ষমতা আমাদের টেলিভিশনের রয়েছে।

 

মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, এখন টিভির গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। আগামী দিনের টিভির চ্যালেঞ্জগুলো নিয়ে এখনই ভাবতে হবে। বেসরকারি টিভি সরকারি গাইডলাইনে সম্প্রচার হয়। দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকতে হবে। তাহলে দর্শকের আস্থাহীনতা তৈরি হবে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংবাদ পরিবেশন করা উচিত। তাহলে দর্শকের আস্থা বাড়বে। দেশ লাভবান হবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে সব চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে রুটি রুজি নিশ্চিত করা সম্ভব।

ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীলের সঞ্চালনায় অনুষ্টানে আলোচনায় অংশ নেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা। উপস্থিত ছিলেন সিইউজে’র সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। 

 

mvgvwRK †hvMv‡hvM gva¨‡g weåvwšÍ e‡Ü wewagvjv n‡”Q - Z_¨gš¿x

 

PÆMÖvg ey¨‡iv

Z_¨gš¿x W. nvQvb gvngz` e‡j‡Qb DbœZ †`‡ki g‡Zv evsjv‡`‡kI mvgvwRK †hvMv‡hvM gva¨‡g weåvwšÍ Qov‡j mvwf©m †cÖvfvBWv‡ii weiæ‡× Rwigvbvi wewagvjv ˆZix Kiv n‡”Q| we‡k¦ mvgvwRK †hvMv‡hvM gva¨‡g wg_¨v Z‡_¨ weåvwšÍ, PwiÎnbb I ¸Re Qov‡bv GLb eo mgm¨v|

wZwb e‡jb, m¤cÖPvi bxwZgvjv BwZg‡a¨ cÖYqb Kiv n‡q‡Q| m¤cÖPvi AvBbI cvm n‡e| †mwU n‡j m¤cÖPvi gva¨‡gi mvsevw`K‡`i AvBwb mzi¶v †`Iqv m¤¢e n‡e| ZviciI Avgiv wPšÍv KiwQ, m¤cÖPvi bxwZgvjv †h‡nZz we`¨gvb Av‡Q, GB bxwZgvjvi Av‡jv‡K wKfv‡e AvBwb mzi¶v †`Iqv hvq, †mwU wb‡qI Avgiv wPšÍv-fvebv KiwQ|

ïµevi PÆMÖvg mvwK©U nvD‡Ri m‡¤§jb K‡¶ Òwek¦ †Uwjwfkb w`emÓ Dcj‡¶ Av‡qvwRZ †Mvj‡Uwej ˆeV‡K cÖavb AwZw_i e³‡e¨ wZwb Gme K_v e‡jb| wewUwf PÆMÖvg †K›`Ö, PÆMÖvg wUwf Rvb©vwj÷ A¨v‡mvwm‡qkb I wUwf K¨v‡giv Rvb©vwj÷ A¨v‡mvwm‡qkb †hŠ_fv‡e G ˆeV‡Ki Av‡qvRb K‡i|

wewUwf PÆMÖvg †K‡›`Öi gnve¨e¯’vcK wbZvB Kzgvi fÆvPv‡hiÖ mfvcwZ‡Z¡ Abzóv‡b we‡kl AwZw_i e³e¨ iv‡Lb PÆMÖvg wmwU Ki‡cv‡ik‡bi †gqi Av R g bvwQi DÏxb, wefvMxq Kwgkbvi †gv. Ave`zj gvbœvb, evsjv‡`k †Uwjwfk‡bi Dc gnvcwiPvjK (evZ©v) Abzc Kzgvi Lv¯ÍMxi|

Z_¨gš¿x e‡jb, †`‡k †emiKvwi wUwfi hvÎv ïiæ nq e½eÜz Kb¨v cÖavbgš¿x †kL nvwmbvi nvZ a‡i| GLb 34wU P¨v‡bj m¤cÖPvi Ki‡Q| AviI 11wU m¤cÖPv‡i Avmvi A‡c¶vq Av‡Q| 11 eQ‡i †emiKvwi wUwfi msL¨v mv‡o wZb ¸Y †e‡o‡Q | cÖZ¨¶ I c‡iv¶fv‡e 1 jvL gvbz‡li Kg©ms¯’vb n‡q‡Q GB Lv‡Z| †Uwjwfkb bZzb cÖR‡b¥i gbb ˆZwi‡Z AZ¨šÍ ¸iæZ¡c‚Y© f‚wgKv iv‡L| K…wó ms¯‹…wZ jvj‡bi cvkvcvwk †`k RvwZ MV‡b f‚wgKv ivL‡Z n‡e|

‡Uwjwfkb †hb e¨w³MZ ev e¨emvqx ¯^v‡_© e¨envi bv nq, †m wel‡q ¸iæZ¡v‡ivc K‡i W. nvQvb gvngz` e‡jb, wkï-wK‡kvimn Avgv‡`i cz‡iv Rb‡Mvôxi Ici †Uwjwfk‡bi cÖfve e¨vcK| †h gva¨‡gi GZeo cÖfve, †mwU‡K Avgiv RvwZMV‡bi wekvj Kv‡R jvMv‡Z cvwi| Avgv‡`i bZzb cÖR‡b¥i gbb ˆZwi Ges GKBmv‡_ fwel¨‡Zi ¯^‡cœi wVKvbvq †`k‡K †cŠuQv‡bvi Rb¨ †hgb †gav, g‚j¨‡eva I †`kvZ¥‡evam¤úbœ Rb‡Mvôx ˆZwii m¶gZv Avgv‡`i †Uwjwfk‡bi i‡q‡Q|

 

†gqi Av R g bvwQi DwÏb e‡jb, GLb wUwfi ¸iæZ¡ I Zvrch© A‡bK †ewk| AvMvgx w`‡bi wUwfi P¨v‡jĸ‡jv wb‡q GLbB fve‡Z n‡e| †emiKvwi wUwf miKvwi MvBWjvB‡b m¤cÖPvi nq| `vwqZ¡ cvj‡b wbi‡c¶ _vK‡Z n‡e| Zvn‡j `k©‡Ki Av¯’vnxbZv ˆZwi n‡e bv| †`k‡cÖ‡g DØz× n‡q msev` cwi‡ekb Kiv DwPZ| Zvn‡j `k©‡Ki Av¯’v evo‡e| †`k jvfevb n‡e| mvsevw`Kiv HK¨e× n‡j me P¨v‡jÄ †gvKvwejvi ga¨ w`‡q iæwU iæwR wbwðZ Kiv m¤¢e|

BbwW‡c‡Û›U †Uwjwfk‡bi e¨z‡iv cÖavb Abzcg kx‡ji mÂvjbvq Abzóv‡b Av‡jvPbvq Ask †bb weGdBD‡Ri mn-mfvcwZ wiqvR nvq`vi †PŠazix, PÆMÖvg †cÖm K¬v‡ei mvaviY m¤úv`K †PŠazix dwi`, evm‡mi PÆMÖvg e¨z‡iv cÖavb Kwjg miIqvi, GKz‡k cwÎKvi m¤úv`K AvRv` ZvjzK`vi, PÆMÖvg wUwf Rvb©vwj÷ A¨v‡mvwm‡qk‡bi mfvcwZ bvwmi DwÏb †ZvZv| Dcw¯’Z wQ‡jb wmBD‡RÕi mfvcwZ bvwRgzÏxb k¨vgj| # i B †mwjg 22/11/19Bs

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন