যে গানের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে সেই ‘দমাদম মাস্ত কালান্দর’ দিয়ে আজ ইডেন মাতাবেন উপমহাদের প্রখ্যাত কণ্ঠশিল্পী বাংলাদেশের অহংকার রুনা লায়লা।
ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে আজ শুক্রবার শুরু হয়েছে গোলাপি বলের টেস্ট। দিনের খেলা শেষে ইডেন গার্ডেন্স মাতাবেন রুনা লায়লার সঙ্গে জিৎ গাঙ্গুলী।
রুনা লায়লা জানান, ‘সাধের লাউ’, ‘বন্ধু তিন দিন’, ‘দমাদম মাস্ত কালান্দর’ গানগুলো তো থাকছেই– এ ছাড়া আরও কয়েকটি গান গাইবেন।
রুনা লায়লা বলেন, এমন একটি অনুষ্ঠানে গাইতে পারব বলে ভালো লাগছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ।
মন্তব্য করুন