শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে দুই প্রাঙ্গণেমোর-এর আয়োজনে দুই বাংলার নাট্যমেলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

‘আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি’ শিরোনামে প্রাঙ্গণেমোরের ১১তম আয়োজন প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৯। বিগত ১৬ বছর ধরে একে একে ১০টি নাট্যোৎসব সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতায় সমৃদ্ধ ‘প্রাঙ্গণেমোর’ নাট্য দল ৬ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর আয়োজন করতে যাচ্ছে আরো ব্যাপক ও ব্যয়বহুল পরিসরে ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’। এই নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে ৪টি এবং বাংলাদেশের ৫টি উল্লেখযোগ্য প্রযোজনার প্রদর্শনী হবে। এবারের নাট্যমেলায় উদ্বোধক হিসেবে থাকবেন বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক আসাদুজ্জামান নূর (এমপি), প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশস্থ ভারতীয় দুতাবাসের হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘থিয়েটারের সংকট- দর্শক না ভালো নাটক’ শিরোনামে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে ধারণাপত্র পাঠ করবেন হাসান শাহরিয়ার এবং মূখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন স্বপন রায়, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, রতন সিদ্দিকী, মোহাম্মদ আলী হায়দার, রহমান রাজু। সঞ্চালক হিসাবে থাকবেন অনন্ত হিরা। এছাড়া ‘প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধা সহযোদ্ধা সম্মাননা ২০১৯’ প্রদান করছে নাট্যযোদ্ধা মামুনূর রশীদের সহধর্মিনী গওহর আরা চৌধুরী, নাট্যযোদ্ধা আতাউর রহমানের সহধর্মিনী শাহিদা রহমান এবং নাট্যযোদ্ধা লিয়াকত আলী লাকীর সহধর্মিনী কৃষ্টি হেফাজ। নাট্যমেলায় যেসব নাটক মঞ্চস্থ হবে সেগুলো হচ্ছে- ৬ ডিসেম্বর আর্ট, নির্দেশনায় গৌতম সরকার, নাট্যদল কলকাতা প্রাক্সিস, ৭ ডিসেম্বর আবৃত্ত, নির্দেশনক প্রকাশ ভট্টাচার্য, নাট্যদল নান্দীপট কলকাতা, ৮ ডিসেম্বর হাছনজানের রাজা, নির্দেশক অনন্ত হিরা, নাট্যদল প্রাঙ্গণেমোর ঢাকা, ৯ ডিসেম্বর পুলসিরাত, নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন, নাট্যদল প্রাচ্যনাট ঢাকা, ১০ ডিসেম্বর জ্যান্ত হ্যামলেট, নির্দেশক অভিজ্ঞান ভট্টাচার্য, নাট্যদল রসিকতা, কলকাতা, ১১ ডিসেম্বর নাটক কৈবর্তগাথা, নির্দেশক ফয়েজ জহির, নাট্যদল বিবর্তন যশোর, ১২ ডিসেম্বর নাটকময়ূর সিংহাসন নির্দেশক শাহ আলম দুলাল, নাট্যদল আরণ্যক, ঢাকা, ১৩ ডিসেম্বর আমরা তিনজন, নির্দেশক লিয়াকত আলী লাকী লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী) ঢাকা, ১৪ ডিসেম্বর নাটক বিসমিল্লা নির্দেশক অঞ্জন কাঞ্জিলাল নাট্যদল গ্রীণ রুম থিয়েটার, দিল্লি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন