বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদেশি নাগরিকদের বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে হংকং। গত কয়েক বছর ধরে এই তালিকার শীর্ষে ছিল আফ্রিকার দেশ এঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। কিন্তু সেখান মুদ্রার মান কমে যাওয়ায় এবার শহরটি দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তাছাড়া, হংকংয়ে এখন ব্যবসার সুযোগও প্রসারিত হয়েছে। ব্যয়বহুল শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ এবং চতুর্থ স্থানে আছে সিঙ্গাপুর। এছাড়া পঞ্চম অবস্থানে আছে জাপানের রাজধানী টোকিও। নিউইয়র্ক-ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সার এই তালিকা প্রকাশ করেছে। পৃথিবীর বিভিন্ন শহরে যেসব বিদেশি প্রতিষ্ঠান কাজ করছে, তাদের কর্মীদের বেতন-ভাতা নির্ধারণের জন্য এই সূচক সাহায্য করে। শহরের জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়। যেমন– আবাসন, যাতায়াত, খাদ্য, পোশাক এবং বিনোদন। যেমন হংকং শহরে তিন কক্ষবিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টের বার্ষিক ভাড়া ১২ হাজার ডলারেরও বেশি। এক কাপ কফির দাম সেখানে প্রায় আট ডলার। এছাড়া একটি জিন্স প্যান্ট কিনতে হংকং-এ খরচ করতে হয় ১২৮ ডলার। মার্সার বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক অস্থিরতা এবং কোথাও কোথাও চমকপ্রদ অর্থনৈতিক সাফল্য এই সূচককে প্রভাবিত করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন