শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিজাব পরায় সিডনিতে গর্ভবতীর উপরে হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অস্ট্রেলিয়ার সিডনিতে হিজাব পরায় একজন গর্ভবতী মুসলিম নারীর উপরে প্রতিহিংসামূলক আক্রমণ চালিয়েছে এক ইসলাম বিদ্বেষী ব্যক্তি। গর্ভবতী নারীকে বেধড়ক মারধর করার দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। বুধবার সিডনির এক ক্যাফেতে ৩৮ সপ্তাহের ওই গর্ভবতী নারীর উপর আচমকা হামলা চালায় সে। প্রথমে তার পেটে ঘুষি মারে। মারের চোটে মহিলা মাটিতে পড়ে গেলে তার পেটে লাথিও মারে ওই ব্যক্তি।
সিডনির কাফের এই ভয়াবহ ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি টেবিলে তিনজন মহিলা বসে গল্প করছিলেন। গর্ভবতী ওই মহিলার মাথায় হিজাব পরা ছিল। এক ব্যক্তি হঠাৎই তাদের দিকে এগিয়ে যায়। কোনওরকম প্ররোচনা ছাড়া ৩১ বছরের গর্ভবতী মহিলাকে মারধর করতে থাকে সে। কোনও রকমে ক্যাফেতে উপস্থিত অন্যান্যরা ৪৩ বছরের ওই হামলাকারীকে আটকায়। তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
মহিলার ওপর হামলার সময় ওই ব্যক্তি ইসলাম বিরোধী কথা বলছিল বলে দাবি করেছে অস্ট্রেলিয়ান ফেডারেশন অফ ইসলামিক কাউন্সিল। এই হামলা ইসলামোফোবিয়ার নিদর্শন বলে দাবি করা হয়েছে। তবে হামলাকারীর উদ্দেশ্য নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি পুলিশ। আক্রান্ত ওই নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন