শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাদরাসায় একজন হিন্দু সুপার হওয়ার বিষয়টি মেনে নেয়া যায় না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ৪:৪২ পিএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, একজন হিন্দু বা অন্য ধর্মের লোক শিক্ষকতা করবেন এতে আপত্তির কিছুই নেই। শিক্ষকগণ সব সময়ই সম্মানী। কিন্তু কুরআন, হাদীস ও ধর্মীয় শিক্ষার বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। ভারপ্রাপ্ত হিসেবে এক মূহুর্ত হলেও এটা ইসলামী শিক্ষা তথা মাদরাসা শিক্ষার জন্য অবমাননাকর। রাজবাড়ী জেলার বালিয়া কান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসায় কোন আরবি শিক্ষক কি ছিল না? তাই উক্ত মাদরাসার ম্যানেজিং কমিটি অতিদ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করে একজন আলেমকে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব দেবেন, এটাই আমাদের দাবী। বিষয়টি অতি ক্ষুদ্র মনে করার কোন সুযোগ নেই। নেতৃদ্বয় বলেন, মাদরাসার প্রধানকে অবশ্যই মাদরাসা শিক্ষিত হতে হবে। এ বিষয়ে জনবল কাঠামোতে কোন অসংগতি থাকলে তা সংশোধন করে মাদরাসা পরিচালান ক্ষেত্রে অতীত ঐতিহ্য ও বাস্তবতা ঠিক রাখার জন্য শিক্ষামন্ত্রনালয়ের প্রতি জোর দাবী জানান। সকলের এ কথা জানা যে, কোন ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সে সেক্টরের ডিগ্রিধারী ব্যক্তি এবং কোন মেডিকেল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রিধারী ছাড়া অন্য কোন শাখার কাউকে দায়িত্ব দেয়া হয় না। মাদরাসা শিক্ষার লক্ষ্যই হল যোগ্য আলেম তৈরী করা। সেখানে পরিচালনার ক্ষেত্রে আলেম ছাড়া কাউকে দায়িত্ব দেয়া কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি গুরুত্বেও সাথে দেখবেন, এটাই আমাদের প্রত্যাশা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (19)
মুঃ বোরহান ২৩ নভেম্বর, ২০১৯, ৫:০৮ পিএম says : 1
প্রতমত এটি একটি ইসলামকান্ট্রি। তাছাড়া আমাদের পর্যাপ্ত আলেম বা মুসলমান উচ্চশিক্ষিত আছে, আমার তো মনে হয় এটা একটা ষড়যন্ত্র। ইসলাম কে ধ্বংসের।
Total Reply(1)
Amir ২৩ নভেম্বর, ২০১৯, ৬:২১ পিএম says : 4
এটা ইসলামী কান্ট্রি নয়, শুধু রাষ্ট্র ধর্ম ইসলাম, যেমন রাষ্ট্রীয় পাখী দোয়েল; আর ইসলাম এত ঠুনকো ধর্ম নয় যে কেউ একজন হিন্দু লোক সুপার হয়েছে বলে ইসলাম ধ্বং হবে!
MD: mamatazul Islam ২৩ নভেম্বর, ২০১৯, ৫:১৫ পিএম says : 0
হিন্দু শিক্ষক মেনে নেওয়া যায় না!!
Total Reply(0)
Amir ২৩ নভেম্বর, ২০১৯, ৫:২০ পিএম says : 0
আলেম শব্দের অর্থ পন্ডিত বা স্কলার আপনি আরবিতে আলেম , গণিতে আলেম, বিজ্ঞানে আলেম নাকি কি অন্য কিছূতে আলেম সেটা পরিষ্কার করেন নাই!
Total Reply(0)
* মজলুম জনতা * ২৩ নভেম্বর, ২০১৯, ৬:২১ পিএম says : 0
আমার বোধগম্য হয়না এদের কোন` ভীমরতিতে ধরেছে ।মাদ্রাসার সুপার পদে অন্য ধর্মলম্বি হতে পারেনা।আশা করি বিষয়টি ভেবে দেখবেন।যথাযথ ব্যাবস্তা নিবেন।
Total Reply(0)
M.Abdur Rahman ২৩ নভেম্বর, ২০১৯, ৬:৫৬ পিএম says : 0
মাদ্রাসায় কামিল পাশ আলেম ছাড়া সুপার নিয়োগ কোনো মতেই মেনে নেওয়া যাবেনা। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
Total Reply(0)
M.Abdur Rahman ২৩ নভেম্বর, ২০১৯, ৬:৫৬ পিএম says : 0
মাদ্রাসায় কামিল পাশ আলেম ছাড়া সুপার নিয়োগ কোনো মতেই মেনে নেওয়া যাবেনা। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
Total Reply(0)
মোঃ মোস্তফা কামাল ২৩ নভেম্বর, ২০১৯, ৬:৫৭ পিএম says : 0
কেউ কেউ হয়তো মনে মনে খুশি হয়েছে আবার কেউ কেউ এত রাগান্বিত যে সে ভাষায় প্রকাশ করতে পারতেছে না। আমিও তাদের মধ্যে একজ। এই রকম মুর্খ সিদ্ধান্ত শুধু আওয়ামীলীগ সরকারই নিতে পারে।
Total Reply(0)
মোঃ মোস্তফা কামাল ২৩ নভেম্বর, ২০১৯, ৬:৫৭ পিএম says : 0
কেউ কেউ হয়তো মনে মনে খুশি হয়েছে আবার কেউ কেউ এত রাগান্বিত যে সে ভাষায় প্রকাশ করতে পারতেছে না। আমিও তাদের মধ্যে একজ। এই রকম মুর্খ সিদ্ধান্ত শুধু আওয়ামীলীগ সরকারই নিতে পারে।
Total Reply(0)
HABIB ২৩ নভেম্বর, ২০১৯, ৭:০৯ পিএম says : 0
Awamlegue parena emon kono kaz nai..
Total Reply(0)
Abul ershad ২৩ নভেম্বর, ২০১৯, ৮:০৫ পিএম says : 0
অতিশীঘ্রই বিষয় টি সমাধানের আহ্বান জানাচ্ছি।
Total Reply(0)
Abul ershad ২৩ নভেম্বর, ২০১৯, ৮:০৬ পিএম says : 0
অতিশীঘ্রই বিষয় টি সমাধানের আহ্বান জানাচ্ছি।
Total Reply(0)
Abdul Qayum ২৩ নভেম্বর, ২০১৯, ৮:১১ পিএম says : 0
মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে , বাংলাদেশের মুসলমানদের কে জাগতে হবে , এখন আর বসে থাকলে চলবে না । কাদের চক্রান্তে এই সমস্ত কাজ হচ্ছে তাদেরকে চিহ্নিত করুন । শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশে কেমন করে একজন হিন্দু প্রধান বিচারপতি সরকার নিয়োগ দিয়েছিল , এইটা চিন্তা করে দেখুন কি উদ্দেশ্যে ছিল । তখন প্রতিবাদ করলে আজকে মাদ্রাসার প্রধান শিক্ষক হিন্দু নিয়োগ দেয়া হতনা ।
Total Reply(0)
Abdul Qayum ২৩ নভেম্বর, ২০১৯, ৮:১২ পিএম says : 0
মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে , বাংলাদেশের মুসলমানদের কে জাগতে হবে , এখন আর বসে থাকলে চলবে না । কাদের চক্রান্তে এই সমস্ত কাজ হচ্ছে তাদেরকে চিহ্নিত করুন । শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশে কেমন করে একজন হিন্দু প্রধান বিচারপতি সরকার নিয়োগ দিয়েছিল , এইটা চিন্তা করে দেখুন কি উদ্দেশ্যে ছিল । তখন প্রতিবাদ করলে আজকে মাদ্রাসার প্রধান শিক্ষক হিন্দু নিয়োগ দেয়া হতনা ।
Total Reply(0)
Md : Hamid ২৩ নভেম্বর, ২০১৯, ৯:৩৯ পিএম says : 0
দুঃখ জনক কথা , বাংলাদেশে উচ্চ পর্যায়ের জায়গায় কেবল মাত্র হিন্দু সম্প্রদায়ের লোকজন অবস্থান করছেন, এদেশে উচ্চ পর্যায়ের মুসলিম ব্যক্তি নেই। ? ভারতে কয়জন মুসলিম ব্যক্তি উচ্চ পর্যায়ের জায়গায় অবস্থান করছেন , ????.
Total Reply(0)
Abdul Qayum ২৩ নভেম্বর, ২০১৯, ১০:২৭ পিএম says : 0
মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে , বাংলাদেশের মুসলমানদের কে জাগতে হবে , এখন আর বসে থাকলে চলবে না । কাদের চক্রান্তে এই সমস্ত কাজ হচ্ছে তাদেরকে চিহ্নিত করুন । শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশে কেমন করে একজন হিন্দু প্রধান বিচারপতি সরকার নিয়োগ দিয়েছিল , এইটা চিন্তা করে দেখুন কি উদ্দেশ্যে ছিল । তখন প্রতিবাদ করলে আজকে মাদ্রাসার প্রধান শিক্ষক হিন্দু নিয়োগ দেয়া হতনা ।
Total Reply(0)
sk Md.Abdullah ২৩ নভেম্বর, ২০১৯, ১০:২৮ পিএম says : 0
বলার কিছু নেই।সরকারি বিধি না পড়ে এ কাজ।
Total Reply(0)
Anas Bhuiyan ২৪ নভেম্বর, ২০১৯, ৬:৫৭ এএম says : 0
একে যারা নিয়োগ দিয়েছে। তাদেরকে চিন্হিত করুন। সরকার চিন্হিত করনে ব্যর্থ হলে, জনগণ এদের চিন্হিত করে মুসলমানদের সকল বিষয় থেকে অবাঞ্চিত করে দিতে হবে।
Total Reply(0)
Journalist Shahjahan Khan ২৫ নভেম্বর, ২০১৯, ১১:৫৩ এএম says : 0
মাদ্রাসার সুপার হিন্দুধর্মের অনুসারী এমন আজব কথা বিশ্বের আর কোথাও আছে বলে আমার মনে হয় না।আমি মনে করি দেশ থেকে মুসলমান সম্প্রদায়ের ধ্বংসের একটা ষঢ়যন্ত্র। কাজেই মুসলমান হিসেবে এ নিয়ে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যারা ষঢ়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।হিন্দু সুপার নিয়োগ দিয়ে শুধু আমাদের ধর্মের অবমানাই করেনি আমাদের ধর্মীয় পবিত্রতাও নষ্ট করেছে।
Total Reply(0)
aminul islam Shohag ২৭ নভেম্বর, ২০১৯, ৮:৪৬ এএম says : 0
এটা কিভাবে সম্ভব? আলেম সমাজ কে অবমাননা করা হয়েছে। আর ওখানকার ম্যানেজিং কমিটিই বা কেমন আমার বুঝে আসেনা। দেশে কি কোনো মুসলিম লীগ নেই। একটা গালি দিতে মন চাইলো, কিন্তু দিলাম না। কারন ব্যবহার বংশের পরিচয়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন