শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজপথ সরকারকে ইজারা দেওয়া হয়নি: গয়েশ্বর চন্দ্র রায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ৬:২৬ পিএম

‘আন্দোলন আমাদের করতে হবে। এটা আমাদের সাংগঠনিক অধিকার। আমরা সভা-সমাবেশ করবো। অন্যায়ের প্রতিবাদ করবো। এই রাজপথ সরকারকে ইজারা দেওয়া হয়নি। এই রাজপথ জনগণের। সেই রাজপথে হাঁটার অধিকার জনগণের আছে। সমাবেশ করার অধিকার আছে। আন্দোলন-সংগ্রাম ও মিছিল-মিটিং চলবে। এরপর থেকে সরকারের কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। সরকারের অনুমতি নিয়ে কখনও আন্দোলন হয় না।’- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেছেন।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে মহানগর ও জেলা বিএনপি

গয়েশ্বর বলেন, ‘পেঁয়াজ ত্রিপল সেঞ্চুরি করেছে। লবণ সেই পথেই হাঁটতে শুরু করেছিল। এখন সব ধরনের চালের দাম বেড়ে গেছে। আর এসবের পেছনে সরকারের হাত রয়েছে। সরকার ইচ্ছা করেই এই বাজার সিন্ডিকেটের সদস্য ও ব্যবসায়ীদের আটক করছে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে তৈরি ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষার্থীদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন অব্যাহত রেখেছে। কিন্তু, সরকার প্রধান তাদের কিছুই করছে না। লোক দেখানো কিছু পদক্ষেপ নিয়ে এই অবস্থা জনগণের সামনে থেকে আড়াল করার জন্য আরেকটি ইস্যু তৈরি করছে।’

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপিসাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
* মজলুম জনতা * ২৩ নভেম্বর, ২০১৯, ৮:১৪ পিএম says : 0
রাজপথে আন্দলন করা গনতান্ত্রিক অধিকার।অধিকার খর্বকরা প্রতিহিংসার বহিপ্রকাশ।তবে দেশের সম্পদ ধ্বংস হতে পারে এমন কাজ করা যাবেনা।আবার বিনা উস্কানিতে পুলিশের বাধাঁ দেওয়া ঠিক না।সবাইকে সমান সুযোগ দিতে হবে।তবেই গনতন্ত্র প্রতিস্ঠিতা লাভ করেছে মনে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন