বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেন্দুয়ায় বাল্য বিবাহের আয়োজন করায় বরের পিতাকে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ৬:৩৬ পিএম

বাল্য বিবাহের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বরের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করে বাল্য বিবাহ ঠেকালেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চাঁন মিয়া তার নাবালক পুত্রের সাথে তারই বাল্যবন্ধু প্বার্শবর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জলহরি গ্রামের সুরুজ মিয়ার কন্যা নবম শ্রেণীর ছাত্রী ফাহিমার (১৫) বিয়ে ঠিক করে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহের আনুষ্ঠানিকা করছিল। খবর পেয়ে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বর দৌঁড়ে পালিয়ে যায়।

অনেক বুঝানোর পরও তারা বিয়ে বন্ধ করতে রাজি না হওয়ায় অবশেষে ভ্রাম্যমান আদালত বসিয়ে বরের পিতা চাঁন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে বাল্য বিবাহ বন্ধ করা হয়। বরের পিতা জরিমানার টাকা পরিশোধ এবং পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত তার ছেলের বিয়ে করাবে না বলে মুচলেখা দেয়ার পর তাকে মুক্তি দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন