শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেত্রকোণার কলমাকান্দায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথর জব্দ ঃ আটক-১

নেত্রকোণা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ৬:৩৮ পিএম

কলমাকান্দা থানা পুলিশ শুক্রবার রাতে নাজিরপুর বাজারে ক্রেতা সেজে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যমানের একটি ডিম্বাকৃতির কষ্টিপাথরসহ এক পাচারকারীকে আটক করেছে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাদা পোষাকে ক্রেতা সেজে শুক্রবার রাতে নাজিরপুর বাজারের পাশে বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া নয়েল সরকারের ঘরে অভিযান চালায়। এ সময় পাচারকারী চক্রের অন্যতম হোতা নয়েল সরকার (৩৮) পালিয়ে গেলেও তার সহযোগী আলমগীরকে (১৯) আটক এবং ছয় কেজি সাতশ গ্রাম ওজনের গোলাকার কষ্টি পাথরটি জব্দ করা হয়। আটক আলমগীর কলমাকান্দা উপজেলার ছয় টাক্কার ব্রিজ এলাকার শাহজাহান মিয়ার ছেলে। পাচারকারী চক্রের অন্যতম হোতা নয়েল সরকার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের মৃত নির্বান সরকারের ছেলে। কলমাকান্দার নলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা স্মিতাকে বিয়ে করার সূত্রে নয়েল সরকার নয় বছর ধরে কলমাকান্দায় বসবাস করে আসছেন। তিনি আরো জানান, পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে নয়েল সরকার ও আলমগীরসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে থানায় মামলা করা হয়েছে। আটক আলমগীরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন