রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ছিল, এখন শেখ হাসিনার আছে, শেখ হাসিনারই থাকবে: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ৮:২৮ পিএম

‘নারায়ণগঞ্জের মানুষ ভালো কিন্তু বদনাম অন্য কেউ এসে দিয়ে যায়। এটা আমরা হতে দিবো না। কারণ এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সৃষ্টি। নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ছিল। নারায়ণগঞ্জ শেখ হাসিনার আছে। নারায়ণগঞ্জ শেখ হাসিনারই থাকবে। আমি আশা করি সেই ব্যাপারে অনেক পদক্ষেপ নিবেন।’- নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান এসব কথা বলেছেন।

শনিবার সন্ধ্যায় ইসদাইরের ওসমানি পৌর স্টেডিয়ামে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক-বালিকা) প্রস্তুতিমূলক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেছেন, ডিআইজি সাহেবের কাছে অনুরোধ মসজিদের ইমাম সাহেব, পীর সাহেব থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে খারাপ ভালো থাকবেই। আমরা নারায়ণগঞ্জে ভালো মানুষ দেখতে চাই। নারায়ণগঞ্জ কারো বদনামের দায়িত্ব নিতে চায় না।

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা আরও বলেন, খেলাধুলা আনন্দ দেয়। আসার পরে মনটা ভালো ছিল না। কিন্তু এতক্ষন খেলা দেইখা মনটা ভালো হইয়া গেছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছি কারণ খুব অল্প সময়ে তিনি এ আয়োজন করেছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ নারায়ণগঞ্জে আছেন। অনেক ময়লার মধ্যে থেকেও নিজেকে পরিষ্কার রেখেছেন তিনি। ঢাকা রেঞ্জের ডিআইজি তার সততা ও দক্ষতার প্রমাণ সর্বক্ষন দিয়েছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন