বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি, ২টায় শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১১:২১ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সমাবেশ রোববার (২৪ নভেম্বর) দুপুর ২টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। গত শনিবার ২৩ নভেম্বর দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই সমাবেশের ঘোষণা দেন।

সমাবেশের অনুমতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ মুহূর্তে পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

এদিন সকাল সোয়া ১০টায় তিনি বলেন, মৌখিকভাবে পুলিশের অনুমতি পাওয়া গেছে। দুপুর ২টা থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি চাওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

গত ১৯ নভেম্বর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশের ডাক দেন। তবে ২৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি।

পরে শনিবার দুপুরে পুনরায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অন্য সংগঠনের অনুষ্ঠান থাকায় পুলিশ আমাদের বলেছে, আপনারা একদিন পর সমাবেশ করেন। ফলে রোববার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
* মজলুম জনতা * ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০২ পিএম says : 0
এই তো গনতন্ত্র,এই তো গনতন্ত্রের চর্চা।সবাই আমরা গনতন্ত্রের প্রতি শ্রোদ্ধাশীল হই।আমরা যেন ভুলে না যাই দেশটা আমাদের সকলের।জান মাল ইজ্জত রখ্যাকরার দ্বায়ীত্ন আমাদের সকলের ।আন্দলন করার ন্যায়তঃ অধিকার যেমন সকল দলের- প্রতিটি নাগরীকের, তেমনি সম্পদ রখ্যা করার দ্বায়ীত্ব সকলের।আশা করি সভা নির্বিগ্নে শান্তিপুর্ন হোক।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন