শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বইয়ের দাম ১১ কোটি টাকা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৫:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা মার্ভেল কমিকস প্রকাশিত প্রথম কমিক্স বইটি নিলামে ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে বলে হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে৷ বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১০ কোটি ৭০ লাখ টাকা।

অকশন হাউজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জাস্টার বলেন, ‘এটি ঐতিহাসিক কমিক বাইয়ের ঐতিহাসিক কপি, যা ১৯৩৯ সালে ‘টাইমলি কমিকস’ প্রকাশ করেছিল, পরে যা ‘মার্ভেল’ হয়ে ওঠে৷ প্রশ্নাতীতভাবে এটি সব মার্ভেল কমিকসের দাদা, যা ছাড়া আজ আমরা আমাদের কমিক্স এবং ফিচার ফিল্মগুলোর চরিত্র এবং গল্প উপভোগ করি না৷’

মার্ভেল কমিকসের প্রথম সংখ্যাটি ১৯৩৯ সালে সে সময় খুব ভালো দর, অর্থাৎ, ১০ সেন্টে বিক্রি হয়েছিল; বৃহস্পতিবারের নিলামে যা ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়৷

চিত্রনাট্যকার স্টান লি’র পরিচালনায় ১৯৬০-এর দশকে মার্ভেল এমন সুপারহিরো তৈরি করেছিল, যা আজ আইকনিক হয়ে উঠেছে এবং চলচ্চিত্রে সেসব চরিত্র গ্রহণ করায় বিশ্বব্যাপী তা বক্স অফিস জয় করে৷ এর আগে ‘অ্যামেজিং ফ্যান্টাসি # ১৫’, যেখানে স্পাইডারম্যান প্রথম প্রদর্শিত হয়েছিল, সেই বইটি নিলামে মার্ভেল কমিকের পিছে পড়ে দ্বিতীয় সর্বোচ্চ, অর্থাৎ, ২০১১ সালে ১১ লাখ ডলারে বিক্রি হয়েছিল৷

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কমিক বইটি ১৯৩৮ সালে প্রকাশিত ‘অ্যাকশন কমিকস’-এর প্রথম সংখ্যা৷ এই সংখ্যায় সুপারম্যানের আত্মপ্রকাশ ঘটে এবং যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়৷ ২০১৪ সালে এটি ৩২ লাখ ডলারে বিক্রি হয়েছিল৷ প্রকাশনা সংস্থা মারভেল কমিকস থেকে স্পাইডারম্যান, এক্স-ম্যান এবং দ্য অ্যাভেনজারসের মতো বই প্রকাশিত হয়েছে৷ সূত্র: এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন