বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

শ্রদ্ধা, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা শেখায়

সাম্যের ধর্ম ইসলাম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সাম্যের ধর্ম ইসলাম। যেখানে নেই ধনী-গরীবের কোন ভেদাভেদ। বরং সাম্যের ধর্ম ইসলাম একজন অন্যজনকে শ্রদ্ধা, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা শেখায়। নামাজে রাজা-প্রজা, ধনী-গরিব বা মিসকিনের কোন পার্থক্য নেই। আল্লাহর ঘর মসজিদে সবাই সমান। শান্তির ধর্ম ইসলাম তাই শিক্ষা দেয়। ছবিতে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান যিনি সংযুক্ত আরব আমিরাতের ভবিষ্যত প্রেসিডেন্ট হবেন তার পাশে নামাজ আদায়ের জন্য বসে আছেন একজন সাধারণ লোক। তার নাম মোহাম্মদ ওমর। তিনি প্রবাসী বংলাদেশি।
স¤প্রতি আবুধাবির একটি মসজিদে তিনি যুবরাজের সাথেই নামাজ আদায় করেন। যুবরাজ আন্তরিকতাপূর্ণভাবে তার সাথে হাত মেলান এবং কুশল বিনিময় করেন। এত বড় মাপের মানুষটি একজন সাধারণ মানুষের পাশে বসবেন হাত মেলাবেন যা ভাবতেই অবাক লাগে। যুবরাজের সাথে মোহাম্মদ ওমরের নামাজ আদায়ের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টে সবাই দোয়া করেন মহৎ ও হৃদ্যতাপূর্ণ এই যুবরাজের জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবু আব্দুল্লাহ ২৬ নভেম্বর, ২০১৯, ১০:৫৯ এএম says : 0
THANK YOU MOHAMMAD BIN ZAYED
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন