বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এ বছর বৈচিত্রময় চরিত্রে কাজ করতে পেরেছি -মেহজাবিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

এ সময়ের চাহিদা সম্পন্ন টিভি অভিনেত্রী মেহজাবিন। বেশিরভাগ সময় তাকে রোমান্টিক নাটকে অভিনয় করতে দেখা যায়। বিষয়টি মেহজাবিন নিজেও স্বীকার করেছেন। তবে নিজেকে এই রোমান্টিক ইমেজ থেকে বের করার জন্য ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন বলে জানান তিনি। মেহজাবিন বলেন, চলতি বছরটা আমার ক্যারিয়ারের জন্য বেশ ভালো বছর। রামান্টিক ইমেজ থেকে বের হয়ে বেশকিছু বৈচিত্রময় চরিত্রে অভিনয় করেছি। নিজেকে ভাঙার মতো সুযোগ পেয়েছি। কয়েকজন নির্মাতার সঙ্গে এবার ডিফরেন্ট চরিত্রে কাজ করতে পেরেছি। অনেকে ভাবতেন আমি শুধু রোমান্টিক ঘরানার নাটকেই বেশি কাজ করি। এবার এ ধারাটি ভাঙতে পেরেছি।আমি বরাবরই চেষ্টা করি আমার চরিত্রে যেন নতুন কিছু থাকে। দর্শক তো অবশ্যই তার প্রিয় শিল্পীর কাছে নতুন কিছুর আশা করে। এ বছর অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মেহজাবিনকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিয়ের গুঞ্জন, শপিংমলে নির্মাতার হাত ধরে হাঁটা ও বিতর্কিত ভিডিও প্রকাশের খবরসহ নানা ঘটনায় ফেসবুকে তাকে নিয়ে ঝড় বয়ে যায়। মেহজাবিন বলেন, অনেক সময় আমরা সত্য-মিথ্যে যাচাই করি না। শোনা কথা নিয়ে আলোচনা করে আনন্দ পাই। এছাড়া সামান্য বিষয় নিয়েও অনেক সময় আমরা আলোচনা-সমালোচনা করি। সবার হাতে এখন মুঠোফোন। বেশির ভাগ মানুষই সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছি। আমি মনে করি, সোশ্যাল মিডিয়ায় কিছু বলা বা লেখার আগে বিষয়টি স¤পর্কে ভালো ভাবে জানা প্রযোজন। চলতি বছরের শুরুতে চুক্তিপত্রের মধ্য দিয়ে নাটকের শুটিং শুরু করা প্র্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক বছর ধরে দেখেছি, কোনো সঠিক নিয়ম না থাকার কারণে অনেক সময় মধ্যরাত পর্যন্ত শুটিং করতে হয়েছে। অনেক শিল্পী মধ্যরাত পর্যন্ত শুটিং করে পরের দিন সঠিক সময়ে ¯পটে যেতে পারতেন না। আবার অনেক শিল্পী ¯পটে দেরিতে আসতেন বিভিন্ন অজুহাত দিয়ে। নিয়ম মেনে কাজ করলে এ সমস্যাগুলো হয় না। নিয়ম মানলে নির্মাতা যেমন লাভবান হবেন, তেমনি শিল্পীরাও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। চুক্তিপত্রের মাধ্যমে কাজ করলে বড় সুবিধা হলো কেউ নিয়মের বাইরে কিছু করলে সংগঠনের কাছে তার নামে অভিযোগ করার সুযোগ রয়েছে। ছোট পর্দার বাইরে বড় পর্দায় কাজ করার ইচ্ছা প্রকাশ করে মেহজাবিন বলেন, আমার কাছে বড় ও ছোট পর্দার অভিনয় একই মনে হয়। শুধু মাধ্যম ভিন্ন। বিশেষ প্রস্তুতি বলতে আমি কিছু বলতে চাই না। যদি আমার অভিনয় করার মতো কোনো গল্প ও চরিত্র পাই তাহলে তাতে অভিনয় করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন