বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশে দিন দিন অসংক্রামক রোগ ক্রমান্বয়ে বাড়ছে: -স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৯:১৩ পিএম

‘দেশে দিন দিন অসংক্রামক রোগ ক্রমান্বয়ে বাড়ছে। ক্যান্সার, ডায়াবেটিস, লিভারসিরোসিসসহ নানাবিধ অসংক্রামক রোগ এখন প্রায় বেশিরভাগ বাড়িতেই দেখা যাচ্ছে। এর প্রধানতম কারণ জীবন মানে অসতর্কতা। মানুষ এখন তাদের নিজেদের শরীরের যত্ন নেয় না। চর্বি, তেল, চিনিযুক্ত খাবার বেশি খায়। শারীরিক পরিশ্রম করে না, সঠিক সময়ে খাবার খায় না। ফলে নিজেদের অজান্তেই নিজেদের শরীরে অসংক্রামক রোগ বাসা বাঁধছে।’-স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেছেন।

মন্ত্রী বলেন, এসব রোগের কারণে আক্রান্ত ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি তার পরিবারও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সরকারের বহুমাত্রিক পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার কোনো বিকল্প নেই।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা ২০১৮-২০২৫’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশে আট হাজার ইটভাটা রয়েছে। এর মধ্যে রাজধানী ও এর আশপাশেই রয়েছে প্রায় ২ হাজার ৫০০ ইটভাটা। এসব ইটভাটার চিমনি দিয়ে নির্গত ধোঁয়ায় দেশের বাতাস বিষাক্ত হয়ে উঠছে। সম্প্রতি একদিন সব ইটভাটা একসঙ্গে জ্বালানোর ফলে রাজধানীর বাতাস সবচেয়ে বিষাক্ত হয়ে ওঠে। এগুলো স্বাভাবিক পরিবেশ এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য হুমকি। এসব ইটভাটা নিয়ন্ত্রণ করতে হবে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মিয়া সাপেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন