শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডা. মিলনের কবরে বিএনপির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার কবর ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং তৎকালীন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্থাপিত ডা: মিলনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিমউদ্দিন আলম, রফিক সিকদার, ডাঃ রফিকুল ইসলাম, নব্বইয়ের দশকের ছাত্র নেতা সাইফুদ্দিন মনি, জাগপার খন্দকার লুৎফর রহমান প্রমূখ। এরপর নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ডা: মিলন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় ছাত্রদলের নেতাদের মধ্যে আশরাফুল আলম ফকির, ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান, নাসির উদ্দিন নাসিরসহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড্যাবের শ্রদ্ধাঞ্জলি : ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিতে এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুস সেলিম, ড্যাব গঠিত “শহীদ মিলন দিবস উৎযাপন কমিটির” আহ্বায়ক ডা. মোসাদ্দেক হোসেন বিশ^াস ডাম্বেলসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন