মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মেয়র নাছিরের সথে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার আমির ফরিদ আবু হাসান। গতকাল বুধবার মেয়রের কার্যালয়ে সাক্ষাতকালে তারা দু’দেশের স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও সংস্কৃতিসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।

সিটি মেয়র বলেন, মালয়েশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আর্থসামাজিক উন্নয়নে মালয়েশিয়া অগ্রযাত্রার বিশ্বস্ত সঙ্গী। তিনি নগরীর পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতের সার্বিক উন্নয়নে মালয়েশিয়া উদ্যেক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এ ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানান। তিনি চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর নগী হিসেবে উল্লেখ করে এজন্য মেয়রকে ধন্যবাদ জানান।

এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম উপস্থিত ছিলেন। মেয়র রাষ্টদূতকে সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন