শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোর শহরতলী থেকে ভারতীয় পানপাতা ভর্তি ৯টি ট্রাক আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১০:৪১ এএম

যশোর ৪৯ বিজিবি শহরতলী নতুনহাট থেকে ৫৮হাজার ৩০০ কেজি ভারতীয় পানপাতাসহ ০৯ টি ট্রাক আটক করেছে। যার মূল্য ৩,৪১,৬০,০০০/- (তিন কোটি একচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি বৃহস্পতিবার সকালে দৈনিক ইনকিলাবকে জানান, দীর্ঘদিন যাবত কতিপয় অসাধু ব্যবসায়ী কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল আনা নেওয়া করে। যার প্রেক্ষিতে বিজিবি’র বিশেষ গোয়েন্দা অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে পূর্ব তথ্যের ভিত্তিতে বুধবার রাতে যশোর ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আব্দুল মতিন এর নের্তৃত্বে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোর কোতয়ালী থানাধীন নতুন হাট নামক স্থানে মেইন রোড হতে ০৯ টি ট্রাকসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ৫৮৩০০ কেজি পান পাতা আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হতদরিদ্র দীনমজুর ২৮ নভেম্বর, ২০১৯, ১১:৫২ এএম says : 0
পানপাতা কেন?পেয়াঁজ!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন