শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

টেলিভিশন চ্যানেলের অনুমতি পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ৪:৪৪ পিএম

‘স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা সেখানে দৈনিক পত্রিকা চালাচ্ছেন। অনলাইন পোর্টাল খুলে বসা তো আরও সহজ বিষয়। আপনারা (সাংবাদিক) গণমাধ্যমের মালিকদের এ বিষয়ের প্রতি খেয়াল রাখবেন, আমি এমনটাই আহ্বান জানাব। আপনার পেশার মর্যাদা আপনাদেরকেই রক্ষা করতে হবে। আমি শিশুদের মেধা মননের বিকাশের জন্য একটি চ্যানেলের অনুমতি পেয়েছি।’- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় আমাদের এখানের গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে বলেই আমি বিশ্বাস করি। আমরা যদি রেটিং দেখি কোন পত্রিকার সার্কুলেশন কত, এটি একটি ভয়াবহ বিষয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করে সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ অন্যান্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Rizwan Labib ২৮ নভেম্বর, ২০১৯, ৬:৩৯ পিএম says : 0
আলহামদুলিল্লাহ দুই চার দিন মন্ত্রী হয়ে টেলিভিশন চ্যানেলের মালিক হয়েযায়।
Total Reply(0)
সাইফুল ইসলাম চঞ্চল ২৮ নভেম্বর, ২০১৯, ৬:৪০ পিএম says : 0
সব নিজেদের।
Total Reply(0)
Ashraf Hossain ২৮ নভেম্বর, ২০১৯, ৬:৪০ পিএম says : 0
যাক উনার আয়ের কাজে লাগানোর একটা ব্যবস্থা হলো
Total Reply(0)
Khondkar Minhaz Ahmed Firoz ২৮ নভেম্বর, ২০১৯, ৬:৪০ পিএম says : 0
একটা টিভি চ্যানেল গড়তে শত শত কোটি টাকা লাগে, এত টাকা প্রতিমন্ত্রী সাহেব কোথায় পেলেন জাতিকে জানালে রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত হোত ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন