বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

দুপুরে গ্রেফতার বিকেলে জামিন বিএনপি নেতা হাফিজ-খোকনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ৬:১২ পিএম

হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজউদ্দিন আহমেদ ও যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে জামিন দিয়েছেন আদালত।একই মামলায় গ্রেফতার জাতীয়তাবাদী হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেনও জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতাদের জামিন শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানান এসআই মো. দেলোয়ার হোসেন এ তিন নেতাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। এদিকে, গোলাম মোস্তাফা খান, নজরুল ইসলাম ও তপনসহ আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আসামিদের জামিন প্রার্থনা করেন। সরকারপক্ষের আইনজীবী আজাদ রহমান এ জামিনের বিরোধিতা করেন। সব পক্ষের শুনানি নিয়ে বিচারক রিমান্ডের আবেদন নামঞ্জুর করে ১০ হাজার মুচলেকায় এ জামিনের আদেশ দেন।

এর আগে, গত ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছিলেন দলটির নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ কর্মীরা সটকে পড়ে। এ ঘটনায় শাহবাগ থানার এসআই মতিউর রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৫শ’ জনকে আসামি করা হয়। এ মামলায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্ট এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুর দেড়টার দিকে একই এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকেও গ্রেফতার করে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** মজলুম জনত ** ২৮ নভেম্বর, ২০১৯, ৭:২৩ পিএম says : 0
জামিন যোগ্য তাই জামিন দিয়েছেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন