শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সাহিত্য

মসনবী শরীফ

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ. | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ৯:১১ পিএম

মসনবী শরীফ
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান

সওদাগর ও তোতার কাহিনী

১৯৬৯. বিবর্তমান মহাজগতের তুমিই নও জীবন
জীবণামৃতের আর্তবিলাপ করো ওগো শ্রবণ।

১৯৭০. খোদার ওয়াস্তে থামাও, থামও বর্ণনা পুষ্পের
শুনাও কথন ফুল হতে জুদা বিরহী বুলবুলের।

১৯৭১. লভিনা আমরা সুখ-দুখ থেকে আবেগ উদ্দীপনা
মোদের জ্ঞানের উৎসও নয় অনুমান কল্পনা।

১৯৭২. এই হুশ জোশ দুর্লভ, একে করো না অস্বীকার
ভিন্্ এর রূপ, অমূল্য নিধি মহাদান বিধাতার।

১৯৭৩. খোদার প্র্রেমীকে ভেবনা কখনো মানব প্র্রেমীর মত
ভব প্র্রেমে কভু মজনা করে সে মন ক্ষত বিক্ষত।

১৯৭৪. এই সুখ-দুখ শুধু ক্ষণিকের, হবে হবে এর লয়
ফিরে যাবে সব ওই প্র্রভু মাঝে অব্যয় অক্ষয়।
১৯৭৫. দেখিতে দেখিতে ঘনাইল ভোর, রাত আর বাকি নাই
অনেক হয়েছে হুসামুদ্দীন, ক্ষমা করে দিও ভাই।

১৯৭৬. ক্ষমো অপরাধ হোসামের তার দীনতাকে করো দূর
প্র্রাণের প্র্রাণ প্র্রভু তুমি তার বুকের উজাল নূর।

১৯৭৭. হাসে দিগন্তে সোনালী প্র্রভাত তব নূর মেখে গায়
সে সুরা-পরশে হৃদয় ডুবেছে ইশ্কের মদিরায়।

১৯৭৮. মম এই দশা প্র্রেমমত্ততা তব দান দয়াময়
ও মদিরা প্রাশে এভব মদিরা নগণ্য অতিশয়।
১৯৭৯. তোমার প্র্রেমের সুরা পাশে এই ভব সূরা কোন ছার
কোন ছার ওই নভঃঘুর্ণন রবি শশি সিতারার!

১৯৮০. পাগল নহিকো আমরা ধরার, মোদের পাগল ধরা
ধরা লাগি নয় সৃষ্টি মোদের, মোদের জন্য ধরা।

১৯৮১. আমরা তো মধুমক্ষিকা সম মোম দিয়ে গড়ি ঘর
আহরিয়া মধু রূহ এই ঘরে জমা করে অতঃপর।

১৯৮২. দীর্ঘ একথা, এ নিয়ে সমুখে চাইনা আগাতে আর
এসো এই ক্ষণে শুরু করি পুনঃ কথিকা সেই তোতার।

সওদাগরের গল্পে প্র্রত্যাবর্তন
১৯৮৩. রহস্যময় অনেক অনেক তত্ত্ব কথার পর
বলো এবার করল কী সেই সাধু সওদাগর।

১৯৮৪. হৃদয়ভরা আগুন নিয়ে ভেসে নয়ন জলে
কাটাল সে দীর্ঘ সময় নানান কথা বলে।

১৯৮৫. কভু এরূপ, কভু ও রূপ্র অলিক কথামালা
বকে বকে চায় মেটাতে মনের আগুন জ্বালা।

১৯৮৬. অথৈ জলে নিমজ্জমান মানুষ যেমন করে
বাঁচার আশে খড় কুটাও মুঠোয় পুরে ধরে।

১৯৮৭. ব্যাকুল অধীর হৃদে কেবল হাত প্রা ছুড়ে তার
যদি কেহ এই বিপদে নেয় করে উদ্ধার।

১৯৮৮. প্র্রাণ-বধুও ভালবাসেন এ রূপ ব্যাকুলতা
নিদ্রা থেকে শ্রেয়ঃ বিফল কার্যে নিমগ্নতা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন