বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধার দাবিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে ঐতিহাসিক বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের দাবিতে দাউদকান্দি পৌর বাজারে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে দাউদকান্দি উপজেলা আ.লীগ ধর্মঘট, মানবন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করে। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৩ সালে দাউদকান্দি বাজারে কেরাসিন ঘাটে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চ ২৬ শতক জায়গার ওপর ২য় তলা ভবন নিলামে তুলে একেএম সামছুল হক ও বিলকিস আক্তার ক্রয় করে নেয়। আমরা এ জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবো। দাউদকান্দিতে ১৯৭৪ সালে ৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বঙ্গবন্ধু কেন্দ্রে বক্তব্য দিয়েছিলেন।
গত বৃস্পতিবার মানবন্ধনে আরও বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব লিল মিয়া, সাধারণ সম্পাদক ছালাম চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, যুবলীগ নেতা, হেলাল মাহমুদ, মেহমুত চৌধুরী, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম নয়ন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন