শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দক্ষিণ এশিয়ান দাবার প্রথম সভাপতি বেনজীর আহমেদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নবগঠিত দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে নবগঠিত এই কাউন্সিলের ১ম উদ্ভোধনী কংগ্রেসে সর্বসম্মতিক্রমে সংস্থাটির ১ম সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের (বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান) প্রতিনিধিরা কংগ্রেসের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গতকাল র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিল মূলত দাবার সর্বোচ্চ বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা International Chess Federation (FIDE)  এর একটি প্রয়াস। এই কাউন্সিল সংশ্লিষ্ট অঞ্চলের দাবা খেলাকে উন্নয়নের লক্ষ্য নিয়ে একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে আত্মঃপ্রকাশ করেছে। ভারত কাউন্সিলের সহ-সভাপতি (Deputy President)  ও শ্রীলংকা সেক্রেটারি জেলারেল হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশকে কাউন্সিলের সভাপতি নির্বাচিত করায় কাউন্সিলের নবর্নিবাচিত সভাপতি ড. বেনজীর আহম্মেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ৩০ নভেম্বর, ২০১৯, ১২:১৪ পিএম says : 0
অত্যন্ত মেধাবী বাংলাদেশের আইন শৃংখলা বাহিনীর গৌরব র‍্যাপিড এ্যাকশেন ব্যাটেলিয়নের প্রধান জনাব বেনজীর আহমেদ দক্ষিণ এশিয়ার দাবার সভাপতি হওয়াই ফুলেল সুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সালাম।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন