শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নড়াইলে চলছে ২ দিন ব্যাপী সুলতান উৎসব

নড়াইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে দু’দিন ব্যাপী ‘সুলতান উৎসব’ শুরু হয়েছে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সুলতান স্মৃতি সংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সুলতান উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সাইফুর রহমান হিলু, সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা আসলাম খান লুলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে শিশুস্বর্গ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ২দিন ব্যাপী এ উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শিশু কর্মশালা, বিশেষ চাহিদা সম্পন্ন চিত্রশিল্পী মো. সাকি ও জেলা শিল্পকলা একাডেমীর গুণীজন সম্মাননা প্রাপ্ত ৫ চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী, কবিতা পাঠের আসর, শিল্পী শাওন আকন্দ কর্তৃক শিল্পী এস. এম সুলতানের ওপর তথ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শনী, বাউল গানের আসর, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রকর্ম প্রদর্শনী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও আলোচনা সভা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন