বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বিজয়ের ৪৯ বছরে দেশ মাতৃকাকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং বিজয়ের উৎসবকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে গত পাঁচ বছরের মতো এবারও চ্যানেল আই আজ আয়োজন করছে চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯। দিনভর এই ফেস্টে দেশের নামিদামি ১৮টি ব্যান্ড দল অংশগ্রহণ করবে বলে জানান অনুষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা। এরমধ্যে রয়েছে এলআরবি, ফিডব্যাক, অবসকিওর, আর্ক, ভাইকিংস, আর্টসেল, ধ্রæবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সি¤পনি, জলের গান, বø্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল দলগুলোর নাম। সকাল ১১টা ৫ মিনিটে শুরু হবে চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯। চলবে বিকাল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানটি চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ থেকে সরাসরি স¤প্রচার করা হবে। এবারের ফেস্টটি নিবেদন করেছে স্বপ্ন ও ইয়ামাহা। পাওয়ার্ড বাই নন্দন। কিংবদন্তী ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয়েছিলো ব্যান্ড ফেস্ট। তিনি বলেছিলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততোদিন এই ব্যান্ড ফেস্ট থাকবে। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু তাঁকে স্মরণ করে ৬ষ্ঠ বারের মতো চলছে ব্যান্ড ফেস্টের এই আয়োজন। ফেস্টটি উপস্থাপনা করবেন অপু মাহফুজ, দিলরুবা সাথী ও শাফি আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন