শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

স্ত্রীর নির্যাতন মামলায় অতিরিক্ত সচিব গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:১০ পিএম

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে ঢাকার বেইলি রোডের সুপিরিয়র অফিসার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান।

পুলিশ কর্মকর্তারা জানান, শনিবার জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে জাকির হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তার চিকিৎসক স্ত্রী ফাতেমা জাহান।

পুলিশের একটি দল তখন ওই বাসায় গিয়ে ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়।

পরে ফাতেমা (৩৯) তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। যৌতুকের দাবিতে জাকির তাকে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয় মামলায়।

মামলা হওয়ার পর পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে জানিয়ে অতিরিক্ত উপ-কমিশনার আজিমুল হক বলেন রোববার তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন