শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে গাড়ি পার্কিংয়ের জন্য ৬৪টি জায়গা অনুমোদন দেওয়া হচ্ছে: ওবায়দুল কদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ৩:৫১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের বলেছেন, রাজধানীর বায়ুদূষণ রোধের বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদারকি করছেন। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে। জানালেন।

আজ রোববার দুপুরে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৩তম সভায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় কাদের জানান, ঢাকার দুই সিটিতে গাড়ি পার্কিংয়ের জন্য ৬৪টি জায়গা অনুমোদন দেওয়া হচ্ছে। একইসঙ্গে রাজধানীর যানজট নিরসনের জন্য শহরের ভেতর থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করার কথা জানান তিনি।

জলাশয় ভরাট করে কোনও স্থাপনা যাতে তৈরি করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন ওবায়দুল কাদের

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ahammad ১ ডিসেম্বর, ২০১৯, ৪:২১ পিএম says : 0
জনাব,খুউবই ভালো সিদ্ধান্ত, দ্রুতবাস্তবায়নের চেষ্টা করুন। তারপর যেন ফুটপাতে গাড়ি রেখে ঝানঝটের সৃষ্টি করা নাহয় সে জন্য কঠোর আইন প্রনয়ন করুন। তাতে সাধারন জনগন স্বস্তিপাবে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন