বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সংবাদকর্মীদের কণ্ঠে দেশের গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিজয় দিবস সামনে রেখে দেশের গানে কণ্ঠ দিলেন সংবাদমাধ্যমের একদল কর্মী। ‘বাংলাদেশের খবর’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন যমুনা টিভির সাংবাদিক মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার মাহমুদা মৌমিতা ও দোলা ডলোরেস, ডিবিসি নিউজের সিনিয়র নিউজ প্রেজেন্টার সোনিয়া হক, নিকিতা নন্দিনী ও ক্রীড়া সাংবাদিক শাহান পাপন এবং গণমাধ্যমকর্মী আহমেদ তোফায়েল। সুমন সাহার লেখা গানের কথায় সুর সংগীত করেছেন সুমন কল্যাণ। গান প্রসঙ্গে সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, আমার কাছে স¤পূর্ণ ব্যাপারটি একটি ইন্টারেস্টিং প্রজেক্ট মনে হয়েছে। কাজটি করে ভালো লাগছে। সাংবাদিক ও কণ্ঠশিল্পীরা সবাই খুব ভালো গেয়েছেন। আশা করি, গানটি সবার ভালো লাগবে। সংবাদকর্মীদের দিয়ে গান গাওয়ানো প্রসঙ্গে গানের গীতিকার সুমন সাহা বলেন, এর আগেও দেশের গান লিখেছি। সংগীতশিল্পীরা তা গেয়েছেন। এবার ভাবনাটি আগে মাথায় আসার পর গানটি লিখেছি। আমাদের দেশে অনেক সংবাদকর্মী আছেন খুব ভালো গান করেন এবং তাদের গানের ব্যাকগ্রাউন্ডও আছে। পেশাগত কারণে মানুষ তাদের সাংবাদিক হিসাবেই চেনেন। তাই কণ্ঠশিল্পী সংবাদকর্মীদের মানুষের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া আর গানের কথায় বাংলাদেশের খবর পৌঁছে দিতে চাই শ্রোতা দর্শকদের মাঝে। গানটির সংগীত সংযোজন ও ভিডিওর কাজ চলছে। বিজয় দিবসের আগেই বিটিভিসহ দেশের বেশকটি টিভি চ্যানেলে গানটি প্রচারিত হবে। পাশাপাশি গানওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্ত হবে এ গানটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোয়াজ্জেম হোসেন ২ ডিসেম্বর, ২০১৯, ৫:৩৫ পিএম says : 0
ভাল
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন