শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিপিএল মাতাতে আসছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি বর্নাঢ্য করতে ইতোমধ্যে বিসিবি বিশেষ উদ্যোগ নিয়েছে। এতে থাকবে নানা চমক। বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেই ঘোষণা দিয়েছেন এবারের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা। তার কথা অনুযায়ী তাই হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন বলিউডের সুপারস্টার সালমান খান ও নায়িকা ক্যাটরিনা কাইফ। আর বাংলাদেশ থেকে বেছে নেয়া হয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজকে। এছাড়া থাকছেন বিশ্ব সঙ্গীতের আরো দুই দিকপালও। তবে তারা কারা তা এখনই জানাতে চাইছে না বিপিএল গভর্নিং বডি কাউন্সিল। কারণ তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হলেই নাম জানানো হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল জানান, আমরা ইতোমধ্যেই মুম্বাইয়ের দুই সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে থাকছে মমতাজ। গানের জন্য আরো থাকছে এই মুহুর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী। যেহেতু তারা এখনো নিশ্চিত হয়নি তাই নাম বলছি না। তবে আমরা আশা করছি, আজ-কালের মধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি হবে ৬ ঘণ্টা। বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য বিকেল ৩টায় গেট খুলে দেওয়া হবে। গেট বন্ধ হবে সাড়ে ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বোচ্চ মূল (ভিআইপি) ১০ হাজার টাকা। থাকছে ৫ হাজার ও ১ হাজার টাকা মূল্যের টিকিটও। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চিটাগং চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থানডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন