বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে ১২ জোড়া জমজ শিশুর জন্ম!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৮ এএম

যুক্তরাষ্টের একটি হাসপাতালে এক সপ্তাহে মোট ১২ জোড়া জমজ শিশু জন্ম নিয়েছে। দেশটির কানসাস শহরের সেইন্ট লুকস হসপিটালে এ ঘটনা ঘটেছে। এ পর্যন্ত কোনোদিনই একই সময়ে হাসপাতালটিতে এত জমজ শিশুর জন্ম হয়নি। খবর- সিএনএন।
ওই ১২ যমজের সবাই নির্ধারিত দিনের চেয়ে পাঁচ থেকে ১৪ সপ্তাহ আগে ভূমিষ্ঠ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শিশুদের পরিবারের সবাই মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যে বাস করেন।
হাসপাতালটির নার্স ড্যানিয়েল গ্যাদারস বলেন, আমাদের এখানে মাঝে মাঝে একই সময়ে কয়েক জোড়া শিশু জন্ম নেয়। কিন্তু একসঙ্গে এত জমজ কখনো দেখিনি।
এছাড়া নার্স কায়লা অ্যান্ডারসন বলেন, আমরা আসলে হীরের টুকরোগুলোর যতœ নিতে ব্যস্ত। এখন ১২ জোড়া জমজসহ অন্য শিশুদের নিয়ে কঠিন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে পর্যায়ক্রমে বাসায় নেয়ার অনুমতি দেয়া হবে। তবে ক্রিসমাসের (২৫ ডিসেম্বর) আগেই সন্তানদের ঘরে নিয়ে ফিরতে চাইছেন নতুন মা হওয়া আমান্ডা টল্লিফার।
এদিকে এক জমজের মা জেনা ও বাবা টেইলর হাসপাতালটির প্রশংসা করে বলেন, সেইন্ট লুকস হসপিটালের সবাই খুব ভালো। তাদের পরিবেশ চমৎকার।
নবজাতকদের ছবি তোলার বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ফেসেস ইউ লাভ’-এর আলোকচিত্রী হেলেন র‌্যানসম ওই ছবিগুলো তুলেছেন। এরই মধ্যে তাদের ছবিগুলো যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন