বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ১৫ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ৩:০৯ পিএম

নগরীতে ১৫ জনের একটি সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী দলকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশের হাতে গ্রেফতারের পর তারা জানিয়েছে নগরীর স্টেশন রোডের কতিপয় মোবাইল ফোনের দোকানদারের আশ্রয়ে থেকে তারা ছিনতাই করতো।
ছিনতাইকৃত মোবাইল ফোনে ওইসব দোকানদারেরা কিনে নিতেন। রোববার রাতে নগরীর পুরাতন রেলস্টেশনসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন রাব্বি আল আহম্মদ (২০), মো. মামুন (২৯), মো. সোহাগ (২৬), জয় বড়ুয়া ওরফে আব্দুল (১৮), মো. আজিম ওরফে আজম (২২), দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৭), মো. মামুন (১৮), মো. আল আমিন শেখ (২১), মো. রুবেল (৩০), মো. বশির (২৫), মো. মিন্টু (৩০), মো. শাহাদাত হোসেন বাবু (২৮), জয়নাল আবেদীন (১৯), মো. জহির (২৮) ও লেদু ওরফে আলাউদ্দিন ওরফে হাসান (৩০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে চুরি-ছিনতাই করে। একেকটি দলে ৩-৪ জন করে থাকে। এরা জনাকীর্ণ স্থান যেমন- রেলস্টেশন, বাস স্টপেজ, গণপরিবহন যেখানে থামিয়ে যাত্রী তোলা হয় সেখানে থাকে আর সুযোগ বুঝে ছিনতাই করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন