শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অসাধু ব্যবসায়ীরা জনগণকে জিম্মি করতে চায়: শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ৪:২৩ পিএম

‘আপনাদের সব সুবিধা সরকার দেবে। আপনারা ব্যবসা করবেন। এ সরকার শিল্পবান্ধব। অসাধু ব্যবসায়ীরা জনগণকে জিম্মি করতে চায়। এ বিষয়টি সরকারকে অবহিত করা সাংবাদিকদের দায়িত্ব। আপনারা সেই দায়িত্ব পালন করুন।’- ব্যবসায়ীদের উদ্দেশে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেছেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ তৈরি পোশাক শিল্প আরএমজি সেক্টরকে ধ্বংস করার ষড়যন্ত্র আছে। এটি মোকাবিলা করে এ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে ২০২৪ সালের মধ্যে চামড়াজাত পণ্য রফতানির মাধ্যমে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয়ের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে সেটি অর্জন করতে হবে।’

সোমবার (২ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয় এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা-২০১৯ অবহিতকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত পল্টন টাওয়ারে ইআরএফ’র নিজস্ব কার্যালয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ইআরএফ’র সভাপতি সাইফুল ইসলাম দিলাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ।

শিল্পমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। এ হত্যার উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা এবং অর্থনীতিকে ধ্বংস করা। সব ষড়যন্ত্র কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চামড়াজাত পণ্যকে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিচ্ছেন। হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পকে সাভারের নির্ধারিত পল্লিতে স্থানান্তর ছিল একটি সাহসী পদক্ষেপ।’

মন্ত্রী আরও বলেন, ‘আগামীতে যে ট্যানারি স্থাপিত হবে সেগুলো হবে আধুনিক ট্যানারি। সাভার শিল্প নগরীতে বরাদ্দ করা ১১টি প্লট সরকার বাতিল করেছে। কারণ এ সমস্ত প্লট মালিকরা শর্ত অনুযায়ী কাজ করেনি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ahammad ২ ডিসেম্বর, ২০১৯, ৪:৪৬ পিএম says : 0
জনাব,মন্ত্রীমহোদয় সাহেব ব্যাবসায়ী সাধারন মানুষকে জিম্মি করতেছে, কথাটি আপনি সত্যই বলেছেন। কিন্তু আপনারা মন্ত্রীরা বা দায়িত্বশীলরা মরা মানুষের পষম বাচতেছে নাকি ??? সঠিক দায়িত্ব পালন করতে না পরলে জায়গা খালীকরে, যোগ্য ব্যাক্তিদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে, সাধারন জনগনকে মুক্তি দিয়েদিন। সধারন মানুষকে অন্তত ডাল ভাত খাওয়ার সুযোগ দিন।
Total Reply(0)
Mr JahangirAlam ২ ডিসেম্বর, ২০১৯, ৫:২২ পিএম says : 0
শুধু জিম্মি করতে চায় না জিম্মি করেছে তারা যা বলবে তাই হবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন