শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ফ্যাশন হাউজ ‘পসরাতে’ জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঈদ যত ঘনিয়ে আসছে ঈদ বাজারও তত জমে উঠছে। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই মার্কেট, মল এবং দোকানগুলোও সাজানো হয়েছে পুরনো ডিজাইনের পাশাপাশি নিত্য নতুন ডিজাইনের বাহারী সব পোশাক এবং অন্যান্য সব সামগ্রী নিয়ে। রাজধানীর খিলগাঁওয়ে ও বনশ্রীতে ফ্যাশন, জুয়েলারি এবং প্রসাধনীর মনকাড়া সব কালেকশন নিয়ে ঈদে নতুন আঙ্গিকে সেজেছে ফ্যাশন হাউজ ‘পসরা’। এক ছাদের নিচে বিশ্বখ্যাত প্রসাধনী, পোশাক এবং জুয়েলারি থাকায় ক্রেতাদের কষ্ট করে বিভিন্ন দোকান ঘুরতে হয় না। খিলগাঁও তালতলার এই শোরুমের সফলতায় ‘পসরা’ তাদের দ্বিতীয় শোরুম সম্প্রতি উদ্বোধন করেছে বনশ্রীতে। শোরুমটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সোনালী ব্যাংকের পরিচালক নজিবর রহমান। সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে পসরার দু’টি শোরুমেই অপেক্ষাকৃত কম দামে সব বয়সের নারী-পুরুষের বিভিন্ন ধরনের পোশাক, কসমেটিকস, পাঞ্জাবি, ভারতীয় ও পাকিস্থানি সালোয়ার কামিজসহ কুর্তা, শাড়ি ছাড়াও প্রসাধনীর বিপুল সম্ভার রয়েছে এখানে। আপনিও একবার ঢু মারতে পারেন পসরা শোরুমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন