উত্তর : এটি পরস্পরের সম্মতির সাথে যুক্ত। অপারগ অবস্থায় যদি প্রাপক এতে সম্মতি দেয়, তাহলে এই এক টাকা রিচার্জ ব্যবসায়ীর জন্য হালাল। আর যদি এক টাকার কয়েন কিংবা চকলেট দিয়ে হলেও ব্যবসায়ী স্বচ্ছ থাকতে চান, তাহলে এটি তার জন্য উত্তম। এখন বাধ্য হয়ে অধিকাংশ মানুষ এক টাকা ছেড়ে দেয় আর অপারেটররাও ব্যবসায়ীদের এক টাকা করে পাইয়ে দেওয়ার জন্য এমন কৌশলি রেট করেন। মানুষের অসন্তুষ্টিতে কৌশলে এভাবে টাকা রেখে দেওয়া মূলত জায়েজ নয়। কারণ, এখানে ১০/২০ বা ১০০ জনের কাছ থেকে এক টাকা করে রাখা হচ্ছে। দাতার সম্মতি না থাকলে এ টাকাগুলো হালাল হবে না। এরপরও বাধ্য হয়ে দেওয়া নেওয়া চলতে থাকলে একটি প্রচ্ছন্ন সম্মতি এসে যায়। সে বিচারে ব্যবসায়ী ও গ্রাহক সমঝোতা হয়ে গেলে হালাল হওয়ার সম্ভাবনা থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন