মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার ঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ১৫ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। তবে এদিন ডিএসইর লেনদেন সামান্য কমলেও বেড়েছে সিএসইর লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৫৩ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ৭১ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩২৯ কোটি ১৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ অলিম্পিক এক্সেসরিজ, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ফিড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার, ইবনেসিনা, স্কয়ার ফার্মা, আমান ফিড এবং লংকা-বাংলা ফাইন্যান্স। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৩ কোটি ৩৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকার বেশি। এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৬০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৯৯৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ এপেক্স ফুটওয়্যার, একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ড্রাগন সোয়েটার, নাভানা সিএনসি, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ফিড এবং ডোরিন পাওয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন