শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয় পুলিশ বাহিনীতে আত্মঘাতী গোলাগুলি, নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ১:৫১ পিএম

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতের ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) পাঁচ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের বরাতে দেশটির বার্তা সংস্থা পিটিআই এমন খবর দিয়েছে।

পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি বলেন, এখান থেকে সাড়ে তিনশ কিমি দূরে আইটিবিপির ৪৫তম ব্যাটালিয়নের কাডেনার ক্যাম্পে এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্যানুসারে, আইটিবিপির এক জওয়ান নিজের অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি করেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও তিনজন আহত হন। পরে ওই জওয়ানকেও গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণপুর পুলিশের সুপারইনটেনডেন্ট মুহিত গার্গ ঘটনাস্থলে ছুটে গেছেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, চীনের সঙ্গে ভারতীয় সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। বাহিনী পুরোপুরি সতর্ক রয়েছে।

তবে কী কারণে ওই জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন তা এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, বাড়িতে যাওয়ার জন্য ছুটি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন