শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগরে ভাইয়ের ইটের আঘাতে ভাইয়ের মৃত্যু

শ্রীনগর(মুন্সীগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ২:১৭ পিএম | আপডেট : ২:৪৪ পিএম, ৪ ডিসেম্বর, ২০১৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শ্রীনগরে ভাই-ভাতিজার ইটের আঘাতে আরেক ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত কাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার বাঘরা ইউনিয়নের জাহানাবাদ মুসল্লিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভূক্তভোগীর মেজ ভাই শাহ-আলম শেখ বলেন, তার বড় ভাই নূরুল ইসলাম (৬২) বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে একটি কড়ই গাছের কয়েকটি ডালা কাটে। এ নিয়ে মেজ ভাই শাহ-আলমের সাথে বড় ভাই নূরুল ইসলামের বাকবিতন্ডার একপর্যায়ে বড় ভাইয়ের ছেলে কামাল শেখ (৩০) হঠাৎ কাচি দিয়ে চাচা শাহ-আলমকে কোপ দেয়। এতে হাত কেটে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় শাহ আলম মাটিতে পরে যায়। পরক্ষনেই বড় ভাই নুরুল ইসলামের মেয়ে কারিশমা(২৫) তার বুকের উপর চেপে বসে। আর এ সুযোগে নুরুল ইসলামের স্ত্রী কুলসুম আক্তার কাঞ্চন, তার ছেলে কামাল ও কাওছার কিল-ঘুষিসহ এলোপাথাড়ি লাথি মারতে থাকে চাচা শাহ আলমকে। মারপিট থামানোর জন্য ছোট ভাই সোহরাব শেখ(৫৩) ছুটে এলে তারা সোহরাবকে মাটিতে ফেলে ইট দিয়ে মাথায় আঘাত করতে থাকে। এ সময় পরিবার ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহরাব শেখকে দোহার ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংঙ্কা জনক দেখে হাসপাতাল কতৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রাত ১১ টার দিকে সোহরাব শেখ হাসপাতালে মারা যায়। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত কুলসুম কাঞ্চন নামে একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন