শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আমরা শুধু অর্থ খাতটা মুঠোর মধ্যে আনতে পারছি না: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ৭:০৪ পিএম

‘সার্বিকভাবে আমাদের অর্থনীতি খুবই ভালো করছে। জীবনমান ভালো হচ্ছে, অবকাঠামো বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি দৃশ্যমান উন্নতি পরিলক্ষিত হচ্ছে। আমরা শুধু অর্থ খাতটা মুঠোর মধ্যে আনতে পারছি না। এ নিয়ে চিন্তায় আছি।’- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেছেন।

মন্ত্রী বলেন, শুধু সরকারের জন্য নয়, দেশের মানুষের মঙ্গলের জন্য এ সমস্যার সমাধান করতে হবে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে বিডিবিএল অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সার্বিক ব্যাংক খ্যাত সম্পর্কে ধারণা ইতিবাচক নয় বাজারে। আমিও বাজারে বাস করি, আপনারাও করেন। কোথায় সমস্যা সেটা জানান। আমরা এর সমাধান করতে চাই।

এসময় প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্পর্কে এম এ মান্নান বলেন, সর্বোপরি তিনি মঙ্গল চান। তিনি অত্যন্ত মানবিক। এই যখন অবস্থা, তাহলে আমাদের ব্যাংক খাতটা কেন এভাবে প্রশ্নবিদ্ধ হবে। এটা নিয়ে বোধহয় সকলের চিন্তা করার অবকাশ আছে।

বিডিবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেজবাহউদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন