শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ভাড়াটেদের প্রতিহতের ঘোষণা ব্যারিস্টার তাপসের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৪১ পিএম | আপডেট : ১২:৪৫ পিএম, ৫ ডিসেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে সুপ্রিম কোর্টে বহিরাগত আইনজীবীরা অবস্থান করছেন জানিয়ে তাদের বিরদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, আপিল বিভাগের ভাড়াটেদের নিয়ে এসেছেন আসামিপক্ষে আইনজীবীরা। এই ভাড়াটেদের সুপ্রিম কোর্ট ছাড়তে বৃহস্পতিবার দুপুরের সময়সীমা বেঁধে দেন তিনি।

এই সময়ের মধ্যে তারা সরে না গেলে আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়ে ব্যারিস্টার তাপস বলেন, প্রয়োজনে তাদের (বহিরাগত) প্রতিহত করা হবে।

বেলা ১১টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট বার ভবনের উত্তর হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার তাপস বলেন, তারা ভাড়াটে লোক দিয়ে হট্টগোল করছে। এভাবে বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো আদালত অবমাননার সামিল।

তিনি বলেন, আইনঅঙ্গনকে অচল করার এই ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। আমরা সাধারণ আইনজীবীরা এই নেক্কারজনক ঘটনা প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shofiq ৫ ডিসেম্বর, ২০১৯, ১:৩০ পিএম says : 0
We never forget how you people kicked out Mr Sinha, the former Chief Justice.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন