বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিশ্বনাথে মুখোশ পরে ডাকাতি গৃহকর্তা আহত : স্বর্ণালংকার লুট

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১:১১ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে এক দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্তা আব্দুল খালিক গুরুতর আহত হয়েছেন। ৮ জনের একদল ডাকাত ১০ ভরি স্বর্ণ, নগদ ৩৩ হাজার টাকা ও ২টি স্মার্ট মোবাইল ফোনসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে ৮ জনের একদল মুখোশ পরা ডাকাত দুবাগ গ্রামের আব্দুল খালিকের ঘরের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সকলকে বেঁধে জিম্মি করে কোথায় টাকা পয়সা স্বর্ণালংকার আছে বের করে দিতে অস্ত্রেয় ভয় দেখায়। আলমিরার চাবি দিতে অস্বীকার করলে একজন ডাকাত আব্দুল খালিককে আঘাত করে গুরুত্বর জখম করে। ডাকাতরা জোর পূর্বক আলমিরার চাবি নিয়ে ঘরের সমস্ত মালামাল নিয়ে পালিয়ে যায়। আব্দুল খালিকের ভাতিজা হাসান জানায়, কয়েকজন ডাকাত অন্য অঞ্চলের ভাষায় কথাবার্তা বলেছে। তাদের পত্যেকের মুখে কালো কাপড়ের মুখোশ পরা ছিল। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ডাকাতির এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। বাহাড়া দুবাগ সহ আশপাশ গ্রামের লোকজন আব্দুল খালিকের বাড়িতে ভীড় জমিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামিম মুসা এ ব্যাপারে কিছুই জানেন বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন