নেছারাবাদে সরকারী ভাবে ধান ক্রয়ের লক্ষে ওপেন লটারির মাধ্যমে ৪৭৬ জন কৃষক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, কৃষক ও সাধারন মানুষের উপস্থিতিতে ওই লটারী পরিচালনা করেন ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। এ উপজেলায় ধান ক্রয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬৪৩ মে.টন। এ লক্ষে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১ হাজার ১৮০ জন কৃষকের তালিকা করে উপজেলা কৃষি অধিদফতর।
এদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ওই ৪৭৬ জন কৃষক বৃহস্পতিবার নির্বাচন করা হয়।
মন্তব্য করুন