শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রবীণ আলেমেদ্বীন মাওলানা শামছুল হকের ইন্তেকাল

জমিয়াতুল মোদার্রেছীনের শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাদ জুমা গুলশান সেন্ট্রাল মসজিদে জানাজা


বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সহ-সভাপতি, গুলশান সেন্ট্রাল মসজিদের সম্মানীত সাবেক খতিব ও ইমাম, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল, গজীপুর শামছাবাদ দরবার শরীফের পীর সাহেব প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শামছুল হক গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল ৫টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৮ ছেলে ও ৪ মেয়ের জনক ছিলেন। আজ শুক্রবার বাদ জুমা গুলশান সেন্ট্রাল মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

এ আলেমে দ্বীনের ইন্তেকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী গভীর শোক প্রকাশ করে বলেন, আলহাজ্ব মাওলানা শামছুল হক ছিলেন মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.)-এর অত্যন্ত কাছের ও আস্থাভাজন। তিনি জমিয়াতুল মোদার্রেছীনের একজন নিরলস কর্মী ছিলেন। ইসলামি শিক্ষা তথা মাদরাসা শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে ও তার শোকার্ত পরিবার পরিজন যাতে ধৈয্যধারণ করতে পারে সেজন্য আল্লাহর কাছে দুয়া করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সাইফুল ইসলাম চঞ্চল ৬ ডিসেম্বর, ২০১৯, ১:৩৮ এএম says : 0
আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে জান্নাতবাসী করুন।
Total Reply(0)
রাহেল ৬ ডিসেম্বর, ২০১৯, ১:৩৯ এএম says : 0
ইন্না নিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন