বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে আবারও দু’দফা রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ৩:০৫ পিএম

ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে আবারো রকেট হামলা করা হয়েছে। এবার বালাদ বিমান ঘাঁটিতে এই হামলা হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। এর আগে মঙ্গলবার আইন আল আসাদ নামের মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছিল।
ইরাকি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এ সময় দুটি রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে।
ইরাকের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বাগদাদের উত্তরে ৮০ কিলোমিটার দূরে বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। হামলায় কাতিউশা রকেট ব্যবহার করা হয়েছে।তবে হামলায় কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয় নি। এর আগে গত মঙ্গলবার ইরাকে অবস্থিত আইন আল আসাদ নামের মার্কিন ঘাঁটিতে ৫টি রকেট হামলা চালানো হয়। ওই হামলায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, আইএসের বিরুদ্ধে যুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তার নাম করে ইরাকে বর্তমানে ৫ হাজারেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছে। এরা মূলত ইরাকের সরকারি বাহিনীকে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন