শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিডনিতে ভয়াবহ দাবানল, দৌড়ে পালালো দমকল কর্মীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ৩:২২ পিএম

গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটল। ভয়াবহ দাবানলের আগুন থেকে বাঁচতে ভয়ে দৌড়ে পালিয়েছেন দমকল কর্মীরা। ওই আগুন এতোটাই ভয়ঙ্কর ছিল যে, ভিডিওতে দেখলেও যেকেউ শিউরে উঠবে। সিডনিতে ভয়ঙ্কর এই দাবানল এবং তা থেকে বাঁচতে দমকল কর্মীদের দৌড়ে পালিয়ে যাওয়ার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই বিষয়টি নিয়ে তাদের প্রতিবেদন শুরু করেছে এভাবে- এটা দেখে মনে হতে পারে কোনো একটি দুর্যোগের চলচ্চিত্র। গাছপালার ওপর দিয়ে ভয়াবহ আগুন দ্রæততম গতিতে ছড়িয়ে পড়ছে। আকাশজুড়ে দেখা যাচ্ছে আগুন।
ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও করেছেন এক দমকলকর্মী। ভয়াবহ আগুন থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে ভিডিওটি করেন তিনি। আর এটি দেখে রীতিমতো ভীত হয়ে পড়েছেন অনেকে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্য এখন দাবানলে বিপর্যস্ত। অন্তত ১০০টি দাবানল সেখান ছড়িয়ে পড়েছে। এগুলো নিয়ন্ত্রণে আনতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন দমকল কর্মীরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** মজলুম জনতা ** ৬ ডিসেম্বর, ২০১৯, ৩:৫৯ পিএম says : 0
এ ভয়াবহ দাবানল থেকে রেহাই পেতে সকল ধর্মবর্নের মানুষ প্রতিপালকের কাছে খ্খমা প্রার্থনা করুন।।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন