শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইইউতে থাকা না থাকা নিয়ে ব্রিটেনে গণভোট শুরু

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না সেই প্রশ্নে শুরু হয়েছে ব্রিটেনের ঐতিহাসিক গণভোট। ধারণা করা হচ্ছে ৪ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার পাঁচশ ৩৭জন এই ভোটে অংশ নেবে। যেটা যুক্তরাজ্যের ভোটের জন্য একটা রেকর্ড সংখ্যা।
স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত। ব্রিটেনের ইতিহাসে এটা তৃতীয়বারের মত দেশজুড়ে গণভোট হচ্ছে। ইইউতে ব্রিটেন থাকবে,নাকি থাকবে না এ নিয়ে লিভ এবং রিমেইন গ্রুপের প্রচারণা চলে চার মাস ধরে। গণভোটের ব্যালট পেপারে প্রশ্ন রয়েছে “যুক্তরাজ্যের কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিত নাকি ইইউ ত্যাগ করা উচিত?”
স্থানীয় সময় আজ সকাল নাগাদ (বাংলাদেশ সময় দুপুরে) ইলেকট্রোরাল কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। সূত্র : বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন